ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, ফেব্রুয়ারি ৮, ২০১৮
হাইকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা: হাইকোর্টের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। হাইকোর্ট মাজার গেটে তারা বিক্ষোভ করেন। এ সময় তাদের কান্নাকাটি করতে ও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গেটে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। তারা যেন পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের দিকে না যেতে পারেন সেজন্য এ ব্যবস্থা বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে প্রস্তুত রাখা হয়েছে জল কামান, প্রিজন ভ্যান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে এরইমধ্যে আদালতের পথে রওনা হয়েছেন মামলার আসামি খালেদা জিয়া। বেলা পৌনে ১২টার দিকে আদালতের উদ্দেশে বাসভবন থেকে বের হন তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
ইএস/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।