সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার পক্ষে এ ফলিও জমা দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন।
বাংলানিউজকে তিনি জানান, আদালতে তিন হাজার ফলিও জমা দেওয়া হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পরই রায়ের কপি পেতে আদালতে আবেদন করা হয়।
‘এ নিয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) শুনানিও হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার আদালতে তিন হাজার ফলিও জমা দেওয়া হলো। আশা করছি এতে রায়ের কপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে। ’
এদিকে রায় ঘোষণার পরই তার আইনজীবীরা জানিয়েছিলেন, যত দ্রুত রায়ের কপি পাওয়া যাবে, ততো তাড়াতাড়ি আপিল করা হবে।
জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় ১০ বছরের দণ্ড পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদাপুত্র তারেক রহমানসহ অপর পাঁচ আসামি।
রায়ের পর থেকে খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমআই/এমএ/