ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বদল হয়েছিলো প্লেন দুর্ঘটনায় নিহত ফয়সাল ও নাজিয়ার মরদেহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
বদল হয়েছিলো প্লেন দুর্ঘটনায় নিহত ফয়সাল ও নাজিয়ার মরদেহ ফয়সাল আহমেদে ও নাজিয়া আফরিন চৌধুরী

ঢাকা: ভ্রমণে গিয়ে প্লেন দুর্ঘটনায় নিহত হন তারা। মরদেহ পৌঁছাতে বেশ ক’দিন সময় লেগে যায়। অপেক্ষায় থাকা পরিবারের সদস্যরা মরদেহ পেয়ে তা দাফনও করেছিলেন। তবে শেষ পর্যন্ত জানতে পারলেন ‘স্বজন’র যে মরদেহ দাফন করেছিলেন তা সঠিক নয়। বদল হয়েছিলো।

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে নিহত বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদের মরদেহ ও আরেক নিহত নাজিয়া আফরিন চৌধুরীর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের সময় বদলে গিয়েছিল।

ফয়সাল আহমেদের মরদেহ নাজিয়া আফরিনের পরিবারের কাছে এবং নাজিয়া আফরিনের মরদেহ ফয়সাল আহমেদের পরিবারের কাছে ভুলক্রমে হস্তান্তর করা হয়েছিলো মর্মে মঙ্গলবার (০৩ এপ্রিল) আদালতে হলফনামাসহ মরদেহ বদলের আবেদন করেন উভয়ের পরিবার।

আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (০৪ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান কবর থেকে মরদেহ উত্তোলন করে যার যার মরদেহ তার তার পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

আদালতের আদেশ ঢাকার জেলা প্রশাসকের কাছে এরইমধ্যে পাঠানো হয়েছে মর্মে আদালত সূত্র জানিয়েছে।

ফয়সালের মরদেহ বনানী কবরস্থানে আর নাজিয়ার মরদেহ শরীয়তপুরের ডামুড্যা গ্রামে দাফন করা হয়।

মরদেহ সঠিকভাবে হস্তান্তরের জন্য নিহত ফয়সালের ভাই সাইফুল ইসলাম ও নাজিয়ার ভাই আলী আহাদ চৌধুরী আবেদন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।