ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডেসটিনির পরিচালক মেজবাহর ৩ বছরের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
ডেসটিনির পরিচালক মেজবাহর ৩ বছরের কারাদণ্ড

ঢাকা: সম্পদের হিসাব জমা না দেওয়ার সংক্রান্ত দুর্নীতির মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মেজবাহ উদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ জুলাই) দুপুরে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল হক এ  রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও জরিমানা আনাদয়ে আর তিন মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আসামি পলাকত ছিলেন। তাই সোমবার আসামিকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।