ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের কমিটি গঠন সাউথ এশিয়ান ল’ইয়াস ফোরাম লোগো। ছবি: প্রতীকী

ঢাকা: সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শেখ সালাহ্‌উদ্দিন আহমেদ।

সোমবার (০৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। রাজধানীর উত্তরায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে পরবর্তী তিন বছরের জন্য নতুন কমিটির কর্মকর্তা নির্বাচিত করেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট মো. বশির উদ্দিন। এছাড়া অ্যাডভোকেট মোর্শেদা পারভীনকে সাংগঠনিক সম্পাদক করে সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ ও অ্যাডভোকেট জাহিদুল হক বাবু। সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট সেলিম জাভেদ, অ্যাডভোকেট মোর্শেদ আলম তালুকদার বাবুল ও অ্যাডভোকেট শাহনাজ আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর খান, অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ভুইঁয়া, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম মিনা, অ্যাডভোকেট মো. সুহেল ইসলাম খান, অ্যাডভোকেট হাজেরা ইমরান আজরা, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট রুমানা ইসলাম সেরনিয়াবাত, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল আহমেদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর মাহমুদ মোর্শেদ পান্থ, অ্যাডভোকেট ফিরোজুল ইসলাম, অ্যাডভোকেট মাহমুদুর রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ খায়রুল ইসলাম, অ্যাডভোকেট আজাদুল ইসলাম আজাদ।

আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, অফিস সম্পাদক অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ আলো, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট মাহজাবিন খাঁন নিশু, অর্থ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. আল হাসান, কৃষি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসেন আপন।

কেন্দ্রীয় সদস্যবৃন্দ যথাক্রমে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, অ্যাডভোকেট রেজাউল করিম (নারায়ণগঞ্জ বার), অ্যাডভোকেট টিটু মোহন দে, অ্যাডভোকেট তাসলিমা ইয়াসমিন দিপা, অ্যাডভোকেট তাজুল ইসলাম খোকন (ময়মনসিংহ বার), অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ (জয়পুরহাট বার), অ্যাডভোকেট রফিকুল ইসলাম (ময়মনসিংহ বার), অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম (রংপুর বার), অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন (নরসিংদী বার), অ্যাডভোকেট তাহমিনা বিলকিছ (ফরিদপুর বার), অ্যাডভোকেট জিল্লুর রহমান তালুকদার (ঢাকা বার), অ্যাডভোকেট শহিদুল ইসলাম (খুলনা), অ্যাডভোকেট মো. আনিছুর রহমান, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. শাহাদাত হোসাইন (নরসিংদী বার), অ্যাডভোকেট মো. শাহিন আলমাছ মিয়া (টাংগাইল বার), অ্যাডভোকেট রোকনুজ্জামান (শরিয়তপুর বার), অ্যাডভোকেট আন্না খানম কলি, অ্যাডভোকেট মো. সাজ্জাদ সারোয়ার, অ্যাডভোকেট মহসিন শিকদার, অ্যাডভোকেট এসএম মেজবাহ উদ্দিন, অ্যাডভোকেট নুরে আলম ও অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।