ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আলোকচিত্রী শহিদুল রিমান্ড শেষে কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
আলোকচিত্রী শহিদুল রিমান্ড শেষে কারাগারে

ঢাকা: দৃক গ্যালারির কর্ণধার ও আলোকচিত্রী ড. শহিদুল আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ আগস্ট) সন্ধ্যায় রমনা থানায় দায়ের হওয়া তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আরমান আলী।  

‍শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ আগস্ট (রোববার) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ।   

মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।

শহিদুলের স্ত্রী রেহনুমা জানান, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শহিদুল সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ফেসবুকেও বিভিন্ন সময় লাইভে এসে কথা বলেন।  

এর আগে গত ৬ আগস্ট শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।