ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চবির ১৮ শিক্ষক আত্মীকরণ নিয়ে হাইকোর্টের আদেশ বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
চবির ১৮ শিক্ষক আত্মীকরণ নিয়ে হাইকোর্টের আদেশ বহাল

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৮ শিক্ষককে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে পুনরায় কলেজের ফেরত পাঠানোর আদেশের ওপর হাইকোর্টের ছয় মাসের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টের জারি রুল নিষ্পত্তির আদেশ দেন।

আদালতে শিক্ষকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

সঙ্গে ছিলেন আইনজীবী ফাহমিদ সরওয়ার।  

পরে এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন।

২০১২ সালে যাত্রা শুরু করে চবির ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ। ওই সময়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল চবি ল্যাবরেটরি কলেজের ১৮ শিক্ষককে।

২০১৮ সালে জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চবি প্রশাসন বরাবর একটি চিঠি পাঠায়। চিঠিতে চবি ল্যাবরেটরি কলেজ থেকে ১৮ শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগে নিয়োগের বিষয়ে সংস্থাটির অনুমোদন ছিল না বলে জানায়। পরে ৩১ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় ওই সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে কয়েকজন শিক্ষক পৃথক রিট করেন।

এ রিটের শুনানি নিয়ে ১৫ জুলাই হাইকোর্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৮ শিক্ষককে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে পুনরায় কলেজের ফেরত পাঠানোর আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন ।

এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। যেটি মঙ্গলবার নিষ্পত্তি করেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।