ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) বরিশালের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে।

 

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বরিশালে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মন্ডল নগরের ভাটার খাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি খাবার হোটেলের সামনে থেকে মাসুদকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় সমীরণ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। থানার এসআই আসাদুজ্জামান আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। পরে সাত জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষাণা করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।