সোমবার (২২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন এ জরিমানা করেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পাখুল্লা বাজারে মা ইলিশ বিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা।
ভ্রাম্যমাণ আদালত পরে প্রণব বালার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। জব্দ করা ইলিশ উপজেলার দু’টি মাদ্রাসায় বিতরণ করা হয়।
রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, মা ইলিশ রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআই