ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঐক্যের ১০ নেতার জামিন শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ঐক্যের ১০ নেতার জামিন শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঢাকা: নাশকতা, চাঁদাবাজি ও মানহানির বিভিন্ন মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতাকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি সোমবার (২৯ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ  আদেশ দেন।  

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, এসব মামলায় হাইকোর্টের আদেশ পেয়েছি। আমরা এখন সিপি (লিভ টু আপিল) করবো। নট টু ‍ডে চাই।  

এর প্রেক্ষিতে আদালত শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেন।  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনর বিরুদ্ধে করা নাশকতার বিভিন্ন মামলায় চলতি মাসে তাদের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

অন্যদিকে আশুলিয়ায় চাঁদাবাজির মামলায় ঐক্যফ্রন্টের ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে আগাম জামিন দেন হাইকোর্ট।  

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।