বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বিলকিছ বেগম। মামলার বাদী পক্ষের আইনজীবী সাগর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক মো. একরামুল হক শামীম আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখে আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ব্যারিস্টার মইনুল বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মধ্যরাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরে টক শোতে মাসুদা ভাট্টি লাইভে যুক্ত হওয়া ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রশ্ন করেন- ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে, আপনি সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে এসে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কি না?’
মইনুল হোসেন এ প্রশ্নের জবাব দেওয়ার একপর্যায়ে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআই