আসামিদের উপস্থিতিতে রোববার (২৮ অক্টোবর) পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের আবু প্রামাণিকের ছেলে মো. ফরিদ (২৭) ও আলম বেপারীর ছেলে মো. হাফিজুল (২৩)
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ মার্চ রাতে পুন্ডুরিয়া গ্রামের ওই কলেজছাত্রী (২২) পাশের বাড়িতে একটি অনুষ্ঠানে গেলে একই গ্রামের ফরিদ ও হাফিজুল তাকে ধর্ষণ করেন।
সাঁথিয়া থানার সেই সময়ের পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন তদন্ত শেষে ওই দু’জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে অভিযোগের প্রমাণ পাওয়ায় রোববার এ রায় দেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআই