সোমবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে তাদের নাটোর জেলা কারাগার থেকে নাটোর জেলা জজ আদালতে হাজির করা হয়।
নিয়মিত হাজিরা শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মামুনুর রশিদ তাদের পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোর কোর্ট ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এক নারীসহ ওই ১৭ জেএমবি সদস্যকে বিভিন্ন সময়ে এবং জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে হাজিরার নির্ধারিত দিনে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়।
নাটোর সদর চাঁদপুর এলাকায় বিস্ফোরক দ্রব্য মামলা এবং দিঘাপতিয়ায় একটি বাড়িতে গোপন বৈঠকসহ বিভিন্ন মামলায় ওই ১৭ জেএমবি সদস্যকে আদালতে হাজির করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআরএস