সোমবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের এই রুল জারি করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শ ম রেজাউল করিম।
পরে এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, একশত উনষাট কোটি পঁচানব্বই লাখ উনপঞ্চাশ হাজার ছয়শত বিয়াল্লিশ টাকা স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিং এর মাধ্যমে মানিলন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে মাহবুবুল হক চিশতির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১০ এপ্রিল দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারায় গুলশান থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ইএস/আরবি/