ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চিফ হুইপের ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
চিফ হুইপের ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ঢাকা: জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

পটুয়াখালীর বাউফল মেয়রের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন এম মাইনুল ইসলাম।

পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক হাইকোর্টে এ রিটটি দায়ের করেন।

আদেশের পরে মাইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, আইন অনুসারে তিনবারের বেশি কারো ঋণ পুনঃতফসিল করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটিয়ে নয়বার করা হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে আদালত পুনঃতফসিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন।

 ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় আ স ম ফিরোজ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে মাইনুল ইসলাম বলেন, আদালতের আজকের আদেশের ফলে তিনি এখন ঋণখেলাপি। আর আইন মোতাবেক ঋণখেলাপি তো  নির্বাচনে অংশ নিতে পারেন না।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।