বৃহস্পতিবার (২২ নভেম্বর) ধার্য রাখা তারিখে সাক্ষীরা না আসায় একং পাঁচ আসামির উপস্থিতি না থাকায় সাক্ষ্যগ্রহণের নতুন এ তারিখ দিয়েছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম।
ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর বাংলানিউজকে বলেন, এ পর্যন্ত অসংখ্যবার এ মামলার তারিখ পেছানো হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ এ মামলার নয় আসামি আদালতে হাজির হন।
আর আদালতে হাজির ছিলেন না কারাগারে থাকা লুৎফুজ্জামান বাবর ও জামিনে থাকা অন্য আসামি আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
আলোচিত এই মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এনইউ/টিএ