ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে একজনের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে একজনের জরিমানা  আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও কুলা প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার সমর্থক স ম মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ জরিমানা করেন।  

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার বাংলানিউজকে বলেন, প্রচারণার কাজে একাধিক মোটরসাইকেল ব্যবহারের দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।