ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কৃষ্ণা কাবেরী হত্যার আসামি জহিরুলের ফাঁসির রায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
কৃষ্ণা কাবেরী হত্যার আসামি জহিরুলের ফাঁসির রায়

ঢাকা: রাজধানীর আদাবরে কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার আসামি এম জহিরুল ইসলাম পলাশের ফাঁসির রায় দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ঢাকার এক নম্বর দ্রুতবিচার আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এর আগে ২৩ ডিসেম্বর দু’পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন বিচারক।

ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে সর্বোচ্চ সাজার সঙ্গে এক লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।

এছাড়া দণ্ডবিধির ২০, ৭ ও অন্যান্য ধারায় কৃষ্ণা কাবেরীর স্বামী ও দুই সন্তানকে হত্যা চেষ্টার মাধ্যমে গুরুতর জখম করার অপরাধে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূঞা জানান, মামলার একমাত্র আসামি গুলশানের ব্রোকারেজ হাউস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ২০ এপ্রিল এ হত্যা মামলার বিচার শুরু হয়।

অভিযোগ গঠনের পর পরই আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছেন।  

মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে।

২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পর দিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল (৩৫)।

তার স্বামী সীতাংশু শেখর বিশ্বাস বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রকৌশল বিভাগের উপ-পরিচালক ছিলেন।  

ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস জহিরুলকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ মে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।