ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে মাদকবিক্রেতার ১৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
পিরোজপুরে মাদকবিক্রেতার ১৫ বছরের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে নেছার উদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (০৬ মার্চ) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। নেছার পিরোজপুর পৌরসভার শেখপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ আগস্ট রাতে পিরোজপুর পৌরসভার শেখপাড়ায় নেছারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে এক হাজার ২৩০ পিস  ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।  এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাশ বাদী হয়ে নেছারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে একই বছরের ২৩ নভেম্বর পিরোজপুর সদর থানার এসআই আল-মামুন নেছার ও সাপা দত্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট)  জমা দেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি নেছারের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাপাকে খালাস দেওয়া হয়েছে।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন শাহ আলম।
 
বাংলা‌দেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।