ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলবের নোটিশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলবের নোটিশ স্থগিত এ বি এম রুহুল আমিন হাওলাদার (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের কার‌্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে বৃহস্পতিবার তাকে আর দুদকের হাজির হতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

ওই নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৩ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, দুদকের তলবের নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। ফলে তাকে আগামীকাল আর দুদকের তলবে হাজির হতে হচ্ছে না।

গত ২৮ মার্চ বৃহস্পতিবার রুহুল আমিনকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ। আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে এ নোটিশ দেওয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।