ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

ট্রেনে নারীর গোপন ভিডিও করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ট্রেনে নারীর গোপন ভিডিও করায় যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুঠোফোনে এক নারীর গোপন ভিডিও ধারণ করার দায়ে সুজন ঋষি নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরিফুল হক তাকে এ সাজা দেন।  

সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সোনাতন ঋষির ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতি করে। সেসময় ট্রেনের ভেতরে থাকা এক নারী টয়লেটে যায়। ওই সময় সুজন তার মুঠোফোন দিয়ে গোপনে ভিডিও ধারণ করলে ট্রেনে থাকা অপর যাত্রীরা এটি দেখে ফেলে তাকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।