ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

রংপুরে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
রংপুরে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড পুলিশ হেফাজতে জাকিরুল ইসলাম মিলন। ছবি: বাংলানিউজ

রংপুর: মায়ের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাসায় ডেকে এনে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাকিরুল ইসলাম মিলন রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আনছার আলীর ছেলে।

তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।  

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৪ জুলাই মিলন জ্বরে আক্রান্ত তার অসুস্থ মায়ের মাথায় পানি দেওয়ার জন্য প্রতিবেশী এক স্কুলছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে এনে হাত-বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার নয়দিন পর মিলনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর পরিবার। পরে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা আদায় করে নির্যাতিতা ওই ছাত্রীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বাংলানিউজকে বলেন, এ ঘটনার সময় আসামি মিলন কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশুনা করতেন। পরবর্তী তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন রশীদ চৌধুরী ও এমদাদুল হক।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।