ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন ১৭ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ৮, ২০১৯
চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন ১৭ জুন চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র। ফাইল ফটো

ঢাকা: পুরান ঢাকার চকবাজাররে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (০৮ মে) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য ছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে এ মামলার প্রতিবেদন দাখিল না করায় আদালত ১৭ জুন (সোমবার) নতুন দিন ধার্য করেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৭১ জনের প্রাণহানি ঘটে। পরে এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আসিফ নামে এক ব্যক্তি চকবাজার মডেল থানায় এই মামলাটি করেন।  

এর আগে গত ২ এপ্রিল আদালতে আত্মসর্মপণ করেন মামলার আসামি  মো. হাসান ও সোহেল। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।