ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নুসরাতের যৌন হয়রানি মামলার চার্জশিট আদালতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
নুসরাতের যৌন হয়রানি মামলার চার্জশিট আদালতে

ফেনী: মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির মামলায় অভিযুক্ত একমাত্র আসামি সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (০৩ জুলাই) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। পরে আদালত তা গ্রহণ করে শুনানির জন্য বৃহস্পতিবার (০৪ জুলাই) দিন ঠিক করেন।

 

পড়ুন>> নুসরাত হত্যা মামলা: সাক্ষ্য দিলেন মাদ্রাসার পিয়ন

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই, ফেনীর পরিদর্শক শাহ আলম বাংলানিউজকে জানান, ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে তার কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে। পরে নুসরাতের মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে তাকে আটক করে পুলিশ।  

তিনি জানান, পরবর্তীতে পুলিশ সদর দফতর থেকে মামলাটি তদন্তের ভার দেওয়া হয় পিবিআই-কে। পিবিআই ৯৬ দিনের মাথায় বুধবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। ১০ পৃষ্ঠার অভিযোগপত্রে চিকিৎসক ও পুলিশসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।  

মামলার বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির মামলায় আদালতে চাজশিট দাখিল করেছে পিবিআই। বৃহস্পতিবার এর ওপর শুনানি হবে।  

‘শুনানি শেষে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদের আদালতে পাঠানো হবে। ’

এর আগে যৌন হয়রানির মামলায় গত ১৯ জুন এ মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার দুইদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

চলতি বছরের ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করার পর তার মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। এ মামলায় গ্রেফতার হন সিরাজ উদ-দৌলা।  

পরে এরই জের ধরে ৬ এপ্রিল নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। পরে ১০ এপ্রিল ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন নুসরাতের মৃত্যু হয়।  এই মামলায় সিরাজ বর্তমানে কারাগারে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা,  জুলাই ০৩, ২০১৯
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।