ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্বর্ণসহ আটক বিমানের মেকানিক আফজাল ৪ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
স্বর্ণসহ আটক বিমানের মেকানিক আফজাল ৪ দিনের রিমান্ডে

ঢাকা: স্বর্ণসহ আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদারকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন আসামি আফজালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে তার বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (০২ জুলাই) ওমানের মাস্কট থেকে আসা বিমানের একটি ফ্লাইটের টয়লেট টিস্যু বক্স থেকে সাড়ে ১২ কেজি সোনার বার জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩৮ লাখ টাকা।  

এ ঘটনায় ওইদিন আটক হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্র্যাফট মেকানিক আফজাল হোসেন হাওলাদার। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এমএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।