ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ঢাকা: ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন গৌতম কুমার এডবর নামের এক আইনজীবী।

সোমবার (২২ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করা হয়।

আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গৌতম কুমার এডবর বাদী হয়ে দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় সাইবার ট্রাইব্যুনালে আদালতে মামলাটি দায়ের করেন। বাদী তার জবানবন্দিতে বলেন, গত ১৯ জুলাই (শুক্রবার) ব্যারিস্টার সুমন তার ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছেন। যার ফলে হিন্দু সমাজের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। সুমনের বিরুদ্ধে ধর্মীয় পবিত্রতা নষ্টের অভিযোগ আনা হয়েছে। এতে চারজনকে সাক্ষী করা হয়েছে। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।

গত রোববার (২১ জুলাই) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় সিএমএম আদালতে মামলার আবেদন করেছিলেন, যা পরে খারিজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।