ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স নিয়ে কর্মশালা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স নিয়ে কর্মশালা

ঢাকা: জুডিসিয়াল রিফর্ম কমিটি, সুপ্রিমকোর্ট ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) আয়োজনে প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স ১৯৬০ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন পর্যায়ের বিচারক, নারায়ণগঞ্জ ও গাজীপুরের প্রবেশন অফিসার এবং জেল সুপারদের অংশগ্রহণে এ কর্মশালা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত অপরাধীদের সংশোধনের মাধ্যমে সমাজের মূলস্রোতে ফিরিয়ে এনে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যথাযথ উদ্যোগ নেওয়ার এখনই সময়। আর এক্ষেত্রে বিচারকদের জন্য উপযুক্ত হাতিয়ার হবে ‘দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০ আইনটি।

‘অভ্যাসগত অপরাধী না হলে তাকে সংশোধনের সুযোগ দেয় উচিৎ। ’

বিচারপতি ইমান আলী বলেন, আইনটি ১৯৬০ সালের। কিন্তু এখনও এটি তেমন প্রয়োগ হয়নি। এটি প্রয়োগ এখন সময়ের দাবি। এ আইনটি সম্পর্কে অনেকই জানতেন না।  

বিচারকদের পাশপাশি এ আইনের বিষয়ে আইনজীবীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।  

সেমিনারে প্যানেল আলোচক ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচলক আব্দুল্লাহ আল মামুন, রুল অব ল’ প্রোগ্রামের প্রধান প্রমিতা সেনগুপ্ত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।