ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় অপহরণের দায়ে পুলিশ সদস্যের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
খুলনায় অপহরণের দায়ে পুলিশ সদস্যের কারাদণ্ড

খুলনা: খুলনায় এক গৃহবধূকে অপহরণের দায়ে পুলিশ সদস্য (কনস্টেবল) মিরাজ উদ্দিনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মিরাজ উদ্দিন খুলনা জেলা কারাগারে বন্দি।

সোমবার (২৯ জুলাই) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩’র বিচারক মো. মহিদউজ্জামান এ রায় ঘোষণা করেন।

সন্দেহাতীতভাবে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ। তিনি বাংলানিউজকে এসব তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর এক গৃহবধূ তার পাঁচ বছরের শিশুকে নিয়ে স্বামীর বন্ধুর সঙ্গে খালিশপুর মুজগুন্নি পার্কে বেড়াতে যান। এ সময় পুলিশ কনস্টেবল পরিচয়দানকারী মিরাজ উদ্দিন মোটরসাইকেল করে এসে তাদের ছবি তোলেন। এরপর তাদের ব্লাকমেল করে ২২০০ টাকা আদায় করেন। একপর্যায়ে ভয় দেখিয়ে ওই গৃহবধূর স্বামীর বন্ধুকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেন। এর পরে মিরাজ উদ্দিন ওই গৃহবধূকে গল্লামারি চৌধুরী আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। কিন্তু স্বামীর বন্ধু তাদের গতিবিধি অনুসরণ করে বিষয়টি খালিশপুর থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার ও মিরাজ উদ্দিনকে আটক করে।

ওই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪০-২৬-১২-১৭। মামলায় তাকে ধর্ষণ ও অপহরণের কথা উল্লেখ করেন। ১২জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।