ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারী-শিশুর প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
নারী-শিশুর প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

ঢাকা: নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানো এবং তাদের যথাযথ সম্মান দেখাতে না পারলে সত্যিকারের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

‘কনফারেন্স অন প্রিভেনশন অব ভায়োলেন্স এগেইনেস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন: ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পারেসপেক্টিভ’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ।


 
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিচারপতি নাইমা হায়দার। আরও বক্তব্য দেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবী একেএম ফয়েজ, আইনজীবী ড. বশির আহমেদ ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
 
প্রধান বিচারপতি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুসারে বাংলাদেশের বিচার বিভাগ সবসময় নারী ও শিশুর অধিকার, স্বাধীনতা ও মর্যাদার প্রতি সংবেদনশীল। বাংলাদেশের উচ্চ আদালত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি রোধ এবং এ ধরনের অপরাধের বিচারের জন্য সম্ভাব্য প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে। আমাদের প্রত্যাশা এই নির্দেশনা সবাই অনুসরণ করবে।  

তিনি আরও বলেন, আমাদের সম্মিলিত চেষ্টা ন্যায়বিচার প্রাপ্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।