ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

গ্রেফতার চার জঙ্গি তিন দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
গ্রেফতার চার জঙ্গি তিন দিনের রিমান্ডে

ঢাকা: ‘আল্লাহর দল’ নামের জঙ্গি সংগঠনের গ্রেফতার চার সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (র‌্যাব-১) সুজয় সরকার আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া চার জন হলেন- শফিউল মোযনাবীন তুরিন (২৭), মনিরুজ্জামান মনির (৪০), এসএম হাফিজুর রহমান সাগর (৪৫) ও সিরাজুল ইসলাম শাহরুল মৃধা (৩৮)।

গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে আল্লাহর দল ওরফে আল্লাহর সরকার নামের সংগঠনটির এ চার সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি পেন ড্রাইভ, ১২টি মোবাইল ফোন, সংগঠনের লিফলেট ও দাওয়াতপত্র এবং আয়-ব্যয়ের হিসাব সম্বলিত একটি তালিকা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।