ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

১৬ কোটি টাকা লোপাটের মামলায় ৪ জন কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
১৬ কোটি টাকা লোপাটের মামলায় ৪ জন কারাগারে

খুলনা: ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানির কর্নধার জাহের উদ্দিন সরকারসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সাতক্ষীরা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের নামে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাটের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শহীদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অন্যরা হলেন- ঠিকাদার জাহের উদ্দিনের বাবা আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। এদিকে জামিন নামঞ্জুর হওয়ার পরপরই একই দিনে দ্বিতীয় দফা জামিন শুনানির তদবির শুরু করে বিবাদী পক্ষ।

মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ মোট নয় জনকে আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, পরস্পর যোগসাজসে ১৫৯ ধরনের চিকিৎসা যন্ত্রপাতি না কিনেই ২০১৭-১৮ অর্থবছরে তিনটি মিথ্যা বিল-ভাউচারের মাধ্যমে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাট করা হয়। এ ঘটনায় গত ৯ জুলাই দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দুদক সমন্বিত খুলনা কার্যালয়ে মামলা হয়। মামলা নং-২ (তাং ০৯/০৭/১৯)। মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।