ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

ধর্ষণচেষ্টা মামলায় সাবেক উপ-সচিব কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ধর্ষণচেষ্টা মামলায় সাবেক উপ-সচিব কারাগারে

ঢাকা: ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের বরখাস্তকৃত উপসচিব ও মোহাম্মদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম রতনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন রেজাউল করিম রতনকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে আসামির জামিনের আবেদন করেন তার পক্ষের আইনজীবী অনিমেষ কুমার দাস।  

পরবর্তীতে আগামী ১৬ অক্টোবর জামিন শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর মধুবাজার এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।  

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান বাংলানিউজকে জানান, গত ৭ অক্টোবর এক নারী রেজাউল করিম রতনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
কেআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।