ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

দুদ‌কের মামলায় শামীম-খালেদ রিমা‌ন্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
দুদ‌কের মামলায় শামীম-খালেদ রিমা‌ন্ডে এস এম গোলাম কিবরিয়া শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়া

ঢাকা: জ্ঞাত আয়ব‌হির্ভূত সম্পদ অর্জ‌নের অ‌ভি‌যো‌গে জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওর‌ফে জি‌কে শামীম এবং যুবলীগ ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের বহিষ্কৃত সাংগঠ‌নিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সাত দি‌নের রিমা‌ন্ডে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত।

রোববার (২৭ অ‌ক্টোবর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এ আ‌দেশ দেন।

এর আ‌গে একই আদালত তা‌দের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।

গত ২২ অ‌ক্টোবর শামীমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন শামীম। আর খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

আদালত আসামিদের উপস্থিতিতে ২৭ অক্টোবর এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছি‌লেন। সে অনুযায়ী আজ শুনা‌নি শে‌ষে তা‌দের রিমা‌ন্ডে পাঠানো হয়।

এর আ‌গে ২১ অ‌ক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিকে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করে দুদক।

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার জ্ঞাত আয়ব‌হির্ভূত সম্পদ অর্জ‌নের অ‌ভি‌যো‌গে মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন।

অন্য‌দি‌কে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধেও ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকা জ্ঞাত আয়ব‌হির্ভূত সম্পদ অর্জ‌নের অ‌ভি‌যোগ আনা হয়।

সরকারের চলমান শুদ্ধি অভিযানে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আটক করা হয় খালেদ মাহমুদ ভূঁইয়াকে।

এর পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ কার্যালয় জিকে বিল্ডার্স ভবন থেকে জিকে শামীমকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।