ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিনহার বিরুদ্ধে হুদার মামলার প্র‌তি‌বেদন ৫ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
সিনহার বিরুদ্ধে হুদার মামলার প্র‌তি‌বেদন ৫ ডিসেম্বর

ঢাকা: ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে চার দলীয় জোট সরকা‌রের সা‌বেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছানো হয়েছে।

মঙ্গলবার (২৯ অ‌ক্টোবর) মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার ৫ ডি‌সেম্বর নতুন দিন ধার্য করেন।

ঘুষ চাওয়ার অভিযোগ ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর  এস‌কে সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।

অ‌ভি‌যে‌া‌গে বলা হয়, মামলা‌টি প্রথ‌মে খা‌রিজ করার পর রায় প‌রিবর্তন করা হয়। এই মামলা থেকে অব্যাহ‌তি দি‌তে নাজমুল হুদার কাছ থে‌কে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক উৎকোচ চেয়েছিলেন এসকে সিনহা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কেআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।