ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে  স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে মো. আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

এ রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।  
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে (৩৫) যৌতুকের দাবিতে পিটিয়ে আহত করে। তাকে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে   ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুই দিন পরে ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।  

নিহত জেসমিন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের শহিদুল হক হাওলাদারের মেয়ে।  

এ ঘটনায় নিহতের ভাই মো. সাইফুল হক দুলাল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক খান।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।