ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

রিমান্ড শে‌ষে কারাগা‌রে ফাহা‌দের রুম‌মেট মিজান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
রিমান্ড শে‌ষে কারাগা‌রে ফাহা‌দের রুম‌মেট মিজান

ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তার রুমমেট মিজানুর রহমান মিজানকে রিমান্ড শে‌ষে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পাঁচ দিনের রিমান্ড শে‌ষে মঙ্গলবার (২৯ অ‌ক্টোবর) আদাল‌তে হা‌জির ক‌রে তদন্ত শেষ না হওয়া পযর্ন্ত তা‌কে কারাগা‌রে রাখার আ‌বেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডি‌বির প‌রিদর্শক মো. ওয়া‌হিদুজ্জামান। প‌রে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট তোফাজ্জল হো‌সেন তা‌কে কারাগা‌রে পাঠান।

এর আ‌গে গত ২৩ অ‌ক্টোবর মিজানকে ৫ দি‌নের রিমা‌ন্ডে পাঠান আদালত।

গত ১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডিবি পুলিশ মিজানকে আটক করে। মিজান ওয়াটার রিসোর্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের শিক্ষার্থী।

পরে ১১ অক্টোবর পুলিশ মিজানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের প‌রিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠান আদালত। এছাড়া প্রয়োজনে মিজানের রিমান্ড আবেদন করা হবে বলে আদালতকে জানান তদন্তকারী কর্মকর্তা। প‌রে ২৩ অ‌ক্টোবর মিজা‌নের ১০ দিনের রিমান্ড আ‌বেদন করা হয়।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

এই ঘটনায় পরদিন নিহত ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কেআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।