ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি

ঢাকা: ইন্দোনেশিয়ার প্রধান বিচারপতির আমন্ত্রণে একটি সিম্পোজিয়মে যোগ দিতে সে দেশে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

৪ থেকে ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে ‘৩য় ইন্দোনেশিয়ান সাংবিধানিক কোর্ট আন্তর্জাতিক  সিম্পোজিয়ামে’ যোগ দেওয়ার উদ্দেশে শনিবার (০২ নভেম্বর) রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি।
 
এ বিষয়ে আপিল বিভাগের এক প্রশাসনিক আদেশে বলা হয়, এ সফরে প্রধান বিচারপতির সহধর্মিণী সামিনা খালেক এবং হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান প্রধান বিচারপতির সফরসঙ্গী হবেন।


 
‘৬ নভেম্বর অথবা নিকটবর্তী তারিখে প্রধান বিচারপতি দেশে ফিরবেন’ বলে প্রশাসনিক ওই আদেশে  বলা হয়েছে।    
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।