ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

দিনাজপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
 দিনাজপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

দিনাজপুর: দিনাজপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মো. সোহাগ রেজা (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৬ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত সোহাগ রেজা দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মোহসিন আলীর ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, সোহাগ রেজা বিয়ের প্রলোভন দেখিয়ে দিনাজপুর শহরের এক তরুণীকে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৪ জুন পর্যন্ত ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।  

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক।  

বাংলাদেশ সময়:  ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।