ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ধানমন্ডির জোড়া খুনে সুরভীর স্বীকা‌রো‌ক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ধানমন্ডির জোড়া খুনে সুরভীর স্বীকা‌রো‌ক্তি সুরভী আক্তার নাহিদা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী সুরভী আক্তার নাহিদা আদাল‌তে স্বীকা‌রে‌ক্তিমূলক জবানবন্দি দি‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) বি‌কে‌লে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী তার জবানব‌ন্দি রেকর্ড ক‌রেন।

গত ৫ ন‌ভেম্বর এই মামলার প্রধান আসা‌মি সুরভ‌ীসহ গ্রেফতার পাঁচজনকে পাঁচদিন ক‌রে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমা‌ন্ডের দ্বিতীয় দি‌ন ফৌজদারি কার্য‌বি‌ধির ১৬৪ ধারায় সুরভীর স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি রেক‌র্ডের আবেদন ক‌রেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম।

সুরভী ছাড়াও ওইদিন ‌রিমা‌ন্ডে পাঠা‌নো হয় বাসার দাঁ‌রোয়ান নুরুজ্জামান, পরিচ্ছন্নকর্মী গাউসুল আযম প্রিন্স, আতিকুল হক বাচ্চু ও বেলায়েত হোসেনকে।

গত ৪ ন‌ভেম্বর ধানমন্ডি থানা থেকে মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। ওই দিনই সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বস্তি এলাকায় অভিযান চা‌লি‌য়ে সুরভীকে গ্রেফতার করে ডি‌বি। অন্য অভিযুক্তদের রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ১ নভেম্বর ধানমন্ডির ২৮ নম্বর রোডে অবস্থিত ২১ নম্বর বাসার ই-৫ ফ্ল্যাটে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতি খুন হন। এ ঘটনায় ৩ নভেম্বর মৃত আফরোজা বেগমের মেয়ে অ্যাডভোকেট দিলরুবা সুলতানা রুবা (৪২) ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ন‌ভেম্বর ০৭, ২০১৯
কেআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।