ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলার নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের সার্কুলার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
মাদক মামলার নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের সার্কুলার সুপ্রিম কোর্ট

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ট্রাইব্যুনাল স্থাপন কিংবা গেজেট প্রকাশের মাধ্যমে বিকল্প আদালতকে ক্ষমতা না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি অনুসারে মাদক মামলার বিচারিক কার্যক্রম চল‍া নিয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এ সার্কুলার অধস্তন আদালতের সংশ্লিষ্টদের অনুসরণ করতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বিবিধ ৪০৩৮৮/২০১৯ নং মোকদ্দমায় গত ২০ অক্টোবরের আদেশে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ আদেশ প্রদান করেন।

“....সার্বিক অবস্থা বিবেচনায় আদালত আদেশ প্রদান করছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৪৪ অনুসারে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা কিংবা গেজেট প্রকাশের মাধ্যমে বিকল্প আদালতকে ক্ষমতা না দেওয়া অথবা ট্রাইব্যুনাল সংক্রান্ত আইনের বিধান সংশোধন না হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে দায়েরকৃত সকল মামলার বিচারকি কার্যক্রম ফৌজদারি কার্যবিধির ধারা ৫(২) অনুসরনে ওই কার্যবিধির ২য় তফসিলে উল্লেখিত ‘অন্যান্য আইন সমূহের অধীনে অপরাধ’ বিধান অনুযায়ী পরিচালিত হবে। ”

এমতবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর প্রতিপালন সংক্রান্ত হাইকোর্ট বিভাগের ফৌজদারি বিবিধ ৪০৩৮৮/২০১৯ নং মোকদ্দমায় উল্লিখিত আদেশ যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করা হয় বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

সম্প্রতি এ সার্কুলার জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৯,২০১৯
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।