ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাজাহান। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে শিশু (৮) ধর্ষণের দায়ে শাজাহান আলী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাজাহান কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁশুলি (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাপ্পী জানান, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বিকেলে শাজাহান আলী ওই শিশুটিকে ফুল দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২৫ অক্টোবর আদালতের চার্জশিট দেয় পুলিশ।

সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ধর্ষক শাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।