ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল অব্যাহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল অব্যাহত

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে হট্টগোল অব্যাহত রেখেছেন বিএনপিপন্থি  আইনজীবীরা।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করলে বিএনপিপন্থিরা হট্টগোল শুরু করেন।  

তাদের হট্টগোলের এক পর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

কিন্তু আইনজীবীরা আদালত কক্ষ ছেড়ে যাননি।

পড়ুন>>খালেদার মেডিক্যাল প্রতিবেদন দিতে সময়, আইনজীবীদের হইচই

বিরতির (১১ টা থেকে সাড়ে ১১ টা) পর ফের আদালত বসলে জয়নুল আবেদীন শুনানি করতে চান। কিন্তু আদালত তাতে সায় দেননি। এর মধ্যে হট্টগোলের কারণে অন্য মামলার শুনানিও ব্যাহত হচ্ছে।

এ সময় বিএনপিপন্থি ২/১ জন সিনিয়র আইনজীবী আদালত কক্ষ থেকে বের হতে চাইলে জুনিয়রদের বাঁধার মুখে পড়েন।

আদালতে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির।

খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
ইএস/আরবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।