ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আদালতে হট্টগোল: আরেক আইনজীবীর আইনি নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
আদালতে হট্টগোল: আরেক আইনজীবীর আইনি নোটিশ

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানির সময় হট্টগোলের ঘটনা তদন্ত এবং যথাযথ আইনগত ব্যবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ চার জনের প্রতি রোববার (০৮ ডিসেম্বর) লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী রাশিদা চৌধুরী নিলু।

তবে ওই আইনজীবীর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে তাকে নোটিশ পাঠিয়েছেন আরেক আইনজীবী এস এম জুলফিকার আলী।

নোটিশে বলা হয়, ‘যেহেতু আপিল বিভাগ সরাসরি প্রধান বিচারপতি পরিচালনা করেন, সেহেতু আপিল বিভাগের এজলাসে সংগঠিত যেকোনো বিষয়ে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার সরাসরি প্রধান বিচারপতি রাখেন।

অতএব প্রধান বিচারপতির এজলাসে সংগঠিত কোনো বিষয় নিয়ে ব্যবস্থা নিতে আপনি একজন আইনজীবী হয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করার কোনো এখতিয়ার রাখেন না। আপনার এ নোটিশ কেন এখতিয়ার বর্হিভুত হবে না, কেন আদালত অবমাননার শামিল হবে না, তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জানানোর অনুরোধ জানালো হলো। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।