ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৩০ জানুয়ারি সুপ্রিম কোর্ট ছুটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
৩০ জানুয়ারি সুপ্রিম কোর্ট ছুটি ঘোষণা

ঢাকা: আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন্য অবকাশকালীন ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ বিষয়ে বুধবার (২২ জানুয়ারি) একটি আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আগামী ২৯ জানুয়ারির (বুধবার) পরিবর্তে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন্য অবকাশকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে আগামী ২৯ জানুয়ারি বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস এবং আদালত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।