সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দীপু উপজেলার এখতিয়ারপুর নোয়াহাটি এলাকার রাজমোহন গোস্বামীর ছেলে। আদালতের মুন্সী রিপন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দীপু তার মা রসনা বালা সরকারের কাছে ভাত চান। ভাত না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন রসনা বালা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রসনা বালা পালের।
ঘটনার পরদিন নিহতের স্বামী (দীপুর বাবা) রাজমোহন গোস্বামী ছেলেকে আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৬ জুলাই দীপুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মাধবপুর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র পাল।
মামলার দীর্ঘ ১৬ বছর পর স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালেহ আহমেদ।
বাংলাদেশ সময়: ১৫০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএ