ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
না’গঞ্জে অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র মামলায় রাজিব (৩৩) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের (দ্বিতীয় আদালত) বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

 

দণ্ডপ্রাপ্ত রাজিব সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি পশ্চিম আইলপাড়া এলাকার মৃত জামান মিয়ার ছেলে।

জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাজীবকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর সিটি করপোরেশনের নির্বাচন চলাকালীন চৌরাঙ্গি পার্কের সামনে থেকে অস্ত্রসহ রাজিবকে গ্রেফতার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় রাজিবের প্যান্টের পকেট থেকে একটি দেশীও রিভলবার উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।