আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রোববার (২৩ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন এস এম শাহজাহান ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
তিনি জানান, আদালত পাঁচ আসামির মধ্যে ৪ জনকে খালাস দিয়ে একজনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বয়স বিবেচনা এবং নিম্ন আদালতের মামলার প্রসিডিংসে কিছু অসংগতি থাকায় আদালত এ রায় দেন। পাঁচ আসামির মধ্যে ফজলে রাব্বি শিশিরকে যাবজ্জীবন দেন আদালত।
এর আগে ২০১৫ সালের ২০ জানুয়ারি এ মামলায় ৫ তরুণকে মৃত্যুদণ্ড দেন জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার। পাঁচ আসামি হলেন- জামালপুর সদরের কম্পপুর গ্রামের ফজলে রাব্বি শিশির, লিচুতলার সাদ্দাম, শেখের ভিটা এলাকার জাকির হোসেন, পিলখানা এলাকার মিরান ও সকাল বাজারের সেতু ।
মোবাইল ফোন নিয়ে বন্ধুদের মধ্যে বাক-বিতণ্ডার জেরে ২০১০ সালের ২৩ মার্চ রাতে জামালপুর সদরের সকাল বাজার এলাকায় রশিদপুর কওমি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাহ জামাল স্বাধীনকে (১৫) খুন করা হয়।
এ ঘটনায় স্বাধীনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩,২০২০
ইএস/এসএইচ