ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাত দিনের মধ্যে ৭ মানবপাচার আদালতের কাজ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
সাত দিনের মধ্যে ৭ মানবপাচার আদালতের কাজ শুরু

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবপাচার রোধে ৭টি মানব পাচার আদালত গঠন করা হচ্ছে। সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যক্রম শুরু করবে।

বুধবার (০৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, মানবপাচারের ব্যাপারে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় টায়ারে আছে।

মানব পাচার রোধে সাতটি আদালত স্থাপন করা হচ্ছে। সেগুলো যদি আমরা তাড়াতাড়ি স্থাপন না করি তাহলে আমাদের তৃতীয় টায়ারে নামিয়ে দেওয়ার একটা আশঙ্কা আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সাতটি ‘এন্টি ট্রাফিকিং ট্রাইব্যুনাল’ স্থাপন করেছি। এটা আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করবে। এটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমআইএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।