বিচারপতি আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ রোববার (০৮ মার্চ) এ আদেশ দেন।
এছাড়া মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান, সম্মাননা ও সম্মানী প্রদানের বিষয়ে রুল জারি করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।
গত ২৭ ফেব্রুয়ারি এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ইএস/এমএ