মঙ্গলবার (১০ মার্চ) মামলার এজাহার গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শেখর বাদী হয়ে মামলাটি (নং-২০) করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি বাংলানিউজকে বলেন, পাপিয়াকে নিয়ে বাদীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দৈনিক পত্রিকা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পত্রিকাটির প্রতিবেদক আল আমিন ছাড়া মামলার বাকি আসামিরা ফেসবুক ব্যবহারকারী ও ইউটিউবার।
আরও পড়ুন>> মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে এমপি শেখরের মামলা
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
কেআই/টিএ